শিরোনাম
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ -২০২১ এর কর্মসূচি
বিস্তারিত
"শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি"
এই প্রতিপাদ্যের আলোকে আগানী ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর শিশুদের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী প্রজন্মকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিশুর প্রতি আমাদের যত্নশীল ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। একটি শিশু মানে আগামীর উন্নয়নের কান্ডারী। আগামী সম্ভবনাময়কে বিকশিত করে বর্তমান বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে আমাদের ভূমিকাকে কাজে লাগিয়ে উন্নত রাষ্ট্র বিনির্মানে এগিয়ে আসতে প্রতিটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সচেষ্ট হতে হবে।।। শিশু হোক আমাদের আগামী বিনিয়োগ, সম্ভাবনাময় সুন্দর পৃথিবী । ভালো থাকোক প্রতিটি শিশু সুন্দরের মাঝে।।।